নিজস্ব সংবাদদাতা: কৃষক দলের নেতা সজিব হোসেনের হত্যার ঘটনায় বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। সজিব যদি তাদের কর্মী হয়ে থাকেন, তাহলে গভীর রাতে কেন তারা এর সন্ধান দিলেন? আমরা সজিবসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। এ হত্যার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নন। এতে রাজনৈতিক কোনো বিষয়ও নেই। পুলিশ সুপারও প্রেস ব্রিফিং করে বলেছেন- সজিব বিএনপির প্রোগ্রামে আসেননি। গুজব ছড়িয়ে বিএনপি বিদেশীদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। অরাজনৈতিক কোনো মরদেহকে পুঁজি করে লক্ষ্মীপুরে রাজনৈতিক কূটকৌশল না করতে বিএনপিকে অনুরোধ করছি।
বুধবার (১৯ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ব্যানারে দলের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, কলেজ রোড এলাকায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী ছিলেন না। আমাদের সব নেতাকর্মী উত্তর তেমুহনী থেকে চকবাজার পর্যন্ত ছিলেন। একজন পথচারীকে নিয়ে বিএনপি এখন তাদের কর্মী বলে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, একেএম সালাহ উদ্দিন টিপু, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।