গাজী গিয়াস উদ্দিন:
সেসব কথা কেন আমাদের মনে থাকে
যেসব ব্যাথা অলিন্দের বাম পাশে
এসে থমকে দাঁড়ায় –
আকাশী যন্ত্রণার চাইতেও বেশী কিছু
কষ্টের আধা উপরিভাগ
পুরো চাপ নিলে জীবন বিভক্ত
দ্বিতীয় ধাক্কায় ভূকম্পে বিপন্ন অস্তিত্ব!
সে নীল কলহ স্বজন ভিত্
বয়সের দোষগুণ এমন দ্বন্দ্বগীত্
বুঝি ভুলটাই মানুষ বোঝে
আদি পিতার বিচ্যুতির রহস্য খোঁজে,
জগৎ জীবনধারা চলেছে ভুলের ফাঁদে
কেউ হাসে, কেউ যদি কাঁদে?
আছে কতো রঙিন হাসি গান
নয় অযথা বর্ণনা,
এ হৃদয় শোধিত হয়
পেলে প্রেয়সীর সুদৃষ্টি কণা!
এক পাশে রাখো কলহ জঞ্জাল
পারোনা প্রতিভাবান
হতে সুশীল প্রবাল?