নিজস্ব প্রতিবেদক: সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ ৪টি দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে যুবলীগ। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের ব্যানারে এ আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইলিশ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিপু মাহমুদ ও দিদার মোল্লা শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাসী দল হিসেবে বিএনপি সারাবিশ্বে পরিচিত। এ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হচ্ছেন বঙ্গবন্ধুসহ ২১ আগস্টে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। ওই হত্যাকাণ্ডে তার মরণোত্তর বিচার করতে হবে।
এর সঙ্গে জড়িত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পাওয়া বিএনপিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।’