কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্পন্দন কক্ষে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদাউস আরা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় ও তথ্য সেবাকর্মকর্তা শাহানা ইসলামের সঞ্চালনয় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার মো: জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হানিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন। আলোচনা শেষে দিবসটির তাৎপর্য হিসেবে পাঁচজনের মাঝে সেলাই মেশিন ও পাঁচজনকে চেক প্রদান করেন।