নোয়াখালী প্রেস ক্লাবে জেলা প্রশাসকের কম্পিউটার উপহার

নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যদের জন্য নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রিন্টারসহ এক সেট নতুন কম্পিউটার উপহার দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে এ কম্পিউটার হস্তান্তর করেন।

প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু প্রেসক্লাবের পক্ষে কম্পিউটার সেটটি গ্রহণ করেন। এ সময় প্রেসক্লাবের সভাকক্ষে খুব অল্প সময়ের মধ্যে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে ক্লাবে কম্পিউটার উপহার দেওয়ার ঘোষনা দেন।

আরও পড়ুন