লক্ষ্মীপুরে গ্যাস থাকবে না মঙ্গল-বুধবার

লক্ষ্মীপুরে আগামী দুইদিন (২৪ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক ৪ লেনে সম্প্রসারণের আওতায় পাইপলাইনের হক-আপ ও কমিশনিং কাজের জন্য আগামী ২২ আগস্ট ভোর ৬টা থেকে ২৪ আগস্ট ভোর ৬টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লক্ষ্মীপুর কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) এস এম জাহিদুল ইসলাম।

তিনি জানান, কুমিল্লা-নোয়াখালী মহাসড়ককে ৪ লেনে সম্প্রসারণ কাজের আওতায় ইউটিলিটি শিফটিং এর অংশ হিসেবে সড়ক বিভাগ, নোয়াখালীর অর্থায়নে নোয়াখালী জেলার বেগমগঞ্জ চৌরাস্তা থেকে বজরা, ইসলামগঞ্জ পর্যন্ত স্থাপিত বিজিডিসিএল ৬ ইঞ্চি ব্যাস ১০ বার (১৫০ পিএসআইজি) চাপের গ্যাস পাইপলাইনের হক-আপ ও কমিশনিং কাজ চলছে।

ওই কাজের আওতায় নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে বজরা, ইসলামগঞ্জ পর্যন্ত স্থাপিত গ্যাস পাইপলাইন এবং এর সঙ্গে সংযুক্ত ৪ ইঞ্চি ব্যাসের শাখা পাইপলাইন সমূহের হক-আপ ও কমিশনিং কাজের জন্য আগামী ২২ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কাজটি চলাকালে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন