চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা ও তার বান্ধবী নিহত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড়ে পাথরবাহী এক মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমরান ইফতি চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী দারোগাহাট শাহেদপাড়ার ইউনুস মোল্লার ছেলে এবং নাহিদা সুলতানা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী ১ নম্বর ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়া দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খুলশী থানার এসআই সঞ্জয় বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটলাস্থলে গিয়ে দেখি ফ্লাইওভারের ওপর একটি পাথরভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে। পাশে একটি বাইক পড়ে আছে। এর আগেই পথচারীরা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।