নিজস্ব সংবাদদাতা: এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের তৃতীয় মত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুরের কমলনগরে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় তাঁর প্রতিষ্ঠিত আফিয়া বারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় আবদুস শহিদের আত্মার মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল আলিম, সদস্য মোশাররফ হোসেন মাষ্টার, মো. শাহজাহানসহ শিক্ষার্থী ও এলাকাবাসী ছিলেন।
করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৩ আগস্ট রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিক আবদুস শহিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহিদের জন্ম হয়। সৃজনশীল এই মানুষটি তাঁর দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের নেতৃত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দেন আবদুস শহিদ। এছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপার্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে আবদুস শহিদ তাঁর মা-বাবার নাম আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটিতে আবাসিক ও অনাবাসিক প্রায় ২০০ শিক্ষার্থী নূরানী ও হেফজ বিভাগে অধ্যয়নরত।