স্বামী-স্ত্রী বেহেশতের বাগান, শিউলি

সৌন্দর্যের বিস্তারিত নিয়ে প্রশংসা করা যায় কিন্তু সৌন্দর্যের বিস্তারিত জ্বালা যন্ত্রণা সহ্য করে পরিচালিত করা অনেক কঠিন।

প্রেম সহজ তেমনি একজন প্রেমিক প্রেমিকার হাত ধরে শত জায়গায় ঘোরাঘুরি সহজ কিন্তু সংসার জীবন কঠিন তেমনিভাবে স্ত্রী ও স্বামী হওয়াটা অনেক কঠিন।

প্রেমিক প্রেমিকার চাহিদা ছোট্ট হলোও আফ্রিকার এনাগন্ডার মতন রূপ। আর স্ত্রী ও স্বামীর চাহিদা বড় হলেও সকালে নতুন সূর্য কিরণ ক্ষমতা অন্য দিকে রাতের বেলায় জোছনার আলো।

প্রেমিক হৃদয়কে প্রফুল্য করে বাতাসের মতন কিন্তু সেই বাতাস হঠাৎ ঝাঁঝালো হয়ে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না।

স্ত্রী আর স্বামী ঝগড়ার বেড়াজাল কিন্তু শান্তির নিঃশ্বাস বয়ে যায় আস্থার অবস্থান আবারও খোলা আকাশ বাতাস চিত্র।

প্রেমিককে নয় স্বামীকে ভালোবাসুন আবারও প্রেমিকাকে নয় স্ত্রীকে ভালোবাসুন।

পছন্দ হতেই পারে কিন্তু তার জন্য সমাজ পরিবার সংসার এবং সকল কিছু চিন্তা করে পা দিবেন। ভুল সব সময় ভুল। হয়তো সমাজ পরিবার সংসারের সকল মানুষ ক্ষমা করে দিবে কিন্তু নিজের মন মনকে হয়তোবা ক্ষমা করবেনা। কারণ কাউকে কষ্ট দিয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না। এটাই প্রকৃতির ভূমিকা।
কেউ পারফেক্ট হয়ে আসে না পারফেক্ট বানিয়ে নিতে হয়।

শাহানাজ পারভীন শিউলির ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছ।

আরও পড়ুন