নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা ও রাহিম লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকার আনোয়ার হোসেনের সন্তান।
নিহতদের বাবা আনোয়ারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিশু রাহিম বাড়ির পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে ফারজানাও পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। তাদেরকে আমরা মৃত পেয়েছি। মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।