বাড়ির চারতলা থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে নিজ বাড়ির চারতলা ভবনের রেলিং থেকে পড়ে আলমগীর পাঠান নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকাল ৫টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি।

নিহত আলমগীর পাঠান, উপজেলার বাজিতপুর ইউনিয়ন নয়াকান্দি গ্রামের সাধুর ব্রিজ এলাকার এসকেন্দার পাঠানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। টেকেরহাট বন্দরের রড সিমেন্ট ও টিনের ব্যবসা করতেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বিকালে আলমগীর পাঠান তার নিজ বাড়ির চতুর্থ তলার রেলিং থেকে নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন