রামগঞ্জ : যেমন কর্ম তেমন ফল

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইভটিজিং এর দায়ে আরিফ হোসেন (১৬) নামের ১ বখাটেকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পদ্মা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। অভিযুক্ত আরিফ হোসেন উপজেলার লামচর ইউনিয়নের মজুপুর গ্রামের স্বর্নকার বাড়ির দুলাল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ১ ছাত্রীকে স্থানীয় আরিফ হোসেন নামের ১ বখাটে গত ৩ বছর থেকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সর্বশেষ আজ স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি যাওয়ার পথে চনখোলা নামক স্থানে বখাটে আরিফ তার পথরোধ করে জোরপূর্বক শ্লীলতাহানি করেন। এসময় ভুক্তভোগী ওই ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ছাত্রীকে উদ্ধার ও বখাটে আরিফকে আটক করে প্রশাসনকে বিষয়টি অবগত করেন। এরপর ম্যাজিস্ট্রেট এসে ভিকটিমের মুখ থেকে ঘটনার বর্ননা শুনে সত্যতা যাচাই করে বখাটে আরিফকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

এবিষয়ে ভুক্তভোগী ছাত্রীর মা জানান, গত তিন বছর ধরে এই ছেলেটি আমার মেয়েকে বিভিন্নভাবে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। আমার মেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা স্থানীয় ইউপি সদস্য বিদ্যালয়ের সভাপতি সহ শিক্ষকদের বিষয়টি অবগত করি।

স্থানীয় ইউপি সদস্য ইউছুফ হোসেন জানান, এ বিষয়ে আরিফকে বারবার সতর্ক করা হয়েছে। তারপরও সে আজ এমন একটা কাজ করে ফেললো যা অত্যন্ত দুঃখজনক।

দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোরশেদুল আমিন বাবু জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীর শ্লীলতাহানির খবর শুনে স্থানীয়রা বখাটেকে আটক করে। পরে আমি এসে রামগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করলে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সত্যতা যাচাই করে আরিফকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন