চাঁদপুরে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া শফিক মৌ-লোভী বাড়ির খোরশেদ আলমের ছেলে ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
আহতরা হলেন- সিএনজিচালক মিনহাজ (২৬), ফরিদগঞ্জের দুলাল কর্মকারের ছেলে বিজয় কর্মকার (২০) ও আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (২৭)।
ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল ইসলাম মারা যান। মিনহাজ ও বিজয় কর্মকারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া শহীদুল ইসলামকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাগ্রস্থ সিএনজি ও পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।