রায়পুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীণা রানী কুন্ডের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এসময় বীণা রানীর কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করে দীর্ঘায়ু কামনা করেন অতিথিসহ সংশ্লিষ্টরা।

ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাইনুদ্দিন ভূঁইয়া নোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ টিপু সুলতান, হাবিবুর রহমান, কামরুল হাসান সমাজ সেবক দেলোয়ার কায়সার ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুর আলমসহ অনেকে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ অতিথিরা বিভিন্ন পুরস্কার তুলে দেয়।

বক্তারা বলেন, বীণা রানী সফলভাবে কর্মজীবনের শেষ করেছেন। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরাও তাকে আপন করে নিয়েছেন। অবসরজীবনে তিনি দীর্ঘায়ু হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন