নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুস শহিদ (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদ চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় কৃষক।
ভূক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে কমলনগর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর মা সাত দিন আগে বড় মেয়েকে দেখতে ঢাকায় যান। এতে ওই কিশোরী বাড়িতে একা ছিল। এই সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শহিদ তাকে একাধিকবার ধর্ষণ করেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শহিদকে ওই কিশোরীর ঘর থেকে বের হতে দেখতে পায় প্রতিবেশীরা। এতে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ মতিরহাট এলাকায় সালিসি বৈঠক থেকে শহিদকে আটক করে।পরে কিশোরীর ভাইয়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ভূক্তভোগী কিশোরীর ভাই বলেন, আমার বোন বুদ্ধি প্রতিবন্ধী। একা পেয়ে শহিদ আমার তাকে ধর্ষণ করেছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কিশোরীর ভাইয়ের করা মামলায় শহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভূক্তভোগী কিশোরীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত চলছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।