লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠলো কিশোরীর মরদেহ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মরিয়ম আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ ভেসে উঠেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রামগতি উপজেলার বয়ারচর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি। এরআগে বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে মরিয়ম নিখোঁজ হয়।

মরিয়ম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর নিজাম এলাকার দিনমজুর মহি উদ্দিনের মেয়ে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মরিয়ম মানসিক প্রতিবন্ধি ছিল। গত বুধবার গভীর রাতে সে বাড়ি থেকে সবার অগোচরে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছিল। বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে। শনিবার বিকেলে রামগতি উপজেলার বয়ারচর এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে নদীতে মরিয়মের মরদেহ ভেসে উঠে।

রামগতির বড়খেরী নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. ফেরদৌস আহম্মদ বলেন, ধারণা করা হচ্ছে মরিয়ম নিজেই নদীতে ঝাঁপ দিয়েছে। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারের কোন অভিযোগ ছিল না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন