দেশ এখন সন্ত্রাসমুক্ত : লাহারকান্দিতে সম্মেলনে বক্তারা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়িন শ্রমিকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়৷

সদর থানা শ্রমিক লীগের আহবায়ক দুলাল হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব ও প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন মাষ্টার, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ খান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মুরাদ, ফুজলুর রহমান ও যুবলীগ নেতা আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা এ দেশে ইসলামের জন্য কাজ করেছে। দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। তার নেতৃত্বে দেশ সন্ত্রাসমুক্ত। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে। দেশের উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর বিএনপির আমলে মসজিদ মাদ্রাসায় আগুন দেওয়া হতো। চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ মারতো তারা।

আরও পড়ুন