রামগতিতে ব্যবসায়ীর টাকা চুরির ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে মেসার্স মেঘলা ট্রেডার্স নামে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার এঘটনায় মেঘলা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী অপরুপ দাস বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আমলী অঞ্চল রামগতি আদালত লক্ষ্মীপুর এমামলা দায়ের করা হয়। সি.আর মামলা, যার নং-৫১৬ তারিখ ৪.১০.২০২৩ইং ।
মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৯ সালে আত্মীয়তার সূত্র ধরে মরণ চন্দ্রদাস তার ছেলে রবিন চন্দ্র দাসকে একটি চাকরি দেয়ার জন্য মেসার্স মেঘলা ট্রেডার্সের মালিক অপরুপ দাসের কাছে আসেন এবং একটি চাকরি দেয়ার জন্য অনুরোধ করেন। তাদের পারিবারিক সংকটাবস্থার কথা বিবেচনা করে রবিন চন্দ্রদাসকে প্রতিষ্ঠানে কেরানী পদে চাকরি দেন অপরুপদাস। হঠাৎ প্রতিষ্ঠানের মালিক অপরুপ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় পাইকারদের কাছ থেকে দৈনন্দিন হিসাব-নিকাশ ও পাইকারদের কাছ থেকে নগদ টাকা এনে ব্যাংকে জমা দেয়ার দায়িত্ব দেন রবিনচন্দ্রদাসকে। এদিকে অগ্রণী ব্যাংক রামগতি শাখা ও সোনালী ব্যাংক চরসীতা শাখায় লেনদেন করতেন অপরুপ দাস।

 

ব্যবসায়িক টাকা জমা দিতে গিয়ে অগ্রণী ব্যাংক চর আলেকজান্ডার শাখা ও সোনালী ব্যাংক চরসীতা শাখায় নিজের নামে পৃথক দুটি ব্যাংক একাউন্ট খোলেন রবিনচন্দ্রদাস। রবিন চন্দদাসকে মেঘলা ট্রেডার্সের বিভিন্ন বাজারের পাইকারের কাছ থেকে নগদ টাকা উত্তোলন করে ব্যাংক একাউন্ডে জমা প্রদান করার দায়িত্ব দেয়া হয়। পরে মেঘলা ট্রেডার্সে টাকা জমা দিতে গিয়ে ওই টাকা থেকে নিজের নামের দুটি একাউন্টে প্রায় পাঁচ লক্ষ টাকা জমা করেন রবিন।

পরবর্তীতে তার মা বাবাকে খবর দিয়ে ছেলের টাকা চুরির বিষয়টি জানালে রবিন দোকান থেকে পালিয়ে যায়। সুস্থ হওয়ার পর ব্যবসায়িক টালিখাতা ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে ১০ লক্ষ ৫৯ হাজার ৪৫১ টাকার হিসাব নিকাশে গড় মিল পাওয়া গেছে। এ ঘটনা শুনে পূর্ব শত্রুতার জেরে রামগতি পৌরসভা মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু তার কোর্টে বিবাদী রবিনের বাবা মরণচন্দ্রদাসকে দিয়ে মেয়রের অসৎ উদ্দেশ্য হাসিল করতে উল্টো অপরুপ দাসের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক অভিযোগের বিষয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বিবাদী মরণ চন্দ্রদাস ও রবিন চন্দ্রদাসের ব্যবহৃত মোবাইল ফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন