নিজস্ব সংবাদদাতা: উপনির্বাচনে লক্ষ্মীপুরে-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি প্রয়াত সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের ছেলে ফাহিম কামাল চৌধুরী উপল। তবে বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে জনগণের পাশে থেকে কাজ করবেন তিনি। ভবিষ্যতে এমপি হওয়ার সুযোগ রয়েছে বলেও আশাবাদি ফাহিম।
সোমবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে ফাহিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি শাহজাহান কামালের একমাত্র ছেলে। শনিবার (৭ অক্টোবর) ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর পূরণ করে জমা দিয়েছেন তিনি।
ফাহিম বলেন, ঢাকায় আমার কিছু কাজ আছে। কাজ সেরে লক্ষ্মীপুর যাবো। নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু চাচার নির্বাচনী ক্যাম্পেও কাজ করবো। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ছাত্রলীগ ও যুবলীগের সাবেক দুই নেতা জানান, ফাহিম পারিবারিকভাবে অবস্থান জানান দিতে মনোয়নয়ন ফরম জমা দিয়েছেন। কিন্তু তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তার এখনো বয়স কম। রাজনীতির মাঠ থেকেও তার অনেক কিছু শেখার আছে। যদি জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পারে, তাহলে ভবিষ্যতে এমপি হওয়ার সুযোগ রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, রোববার (৮ অক্টোবর) রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পিংকু জেলা আওয়ামী লীগের টানা দু’বারের সভাপতি। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা ও সফল ট্রাভেলস ব্যবসায়ী।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর।