নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বর বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোব) জুমার নামাজ শেষে জেলা সম্মিলিত ওলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক ব্যানারে হাজারো মুসল্লী এতে অংশ নেয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় মুসল্লীরা ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড তুলে ধরে স্লোগান দেন। মুসল্লীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয় জেলা শহর।
জেলা সম্মিলিত ওলামায়ে কেরামের সভাপতি ইসমাইল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম নেতৃত্ব দেন। মিছিল শেষে ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, সদস্য মুফতি শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: ইউনুস খান প্রমুখ।