দখলদার ইহুদীবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার হারিছ চৌধুরী বাজার অবস্থিত সকল মসজিদের মুসল্লিগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অংশ নেয়।
বায়তুশ শরফ মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল্ল্যাহ খসরু। মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, একই দাবিতে বাদ জুম্মা উপজেলার মডেল মসজিদসহ, চররজব্বর, চরবাটা, মোহাম্মদপুর, চরক্লার্ক ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও তৌহিদী জনতা।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটসহ বিভিন্ন স্লোগান দেন।