লক্ষ্মীপুরে পূজামণ্ডপে মেয়র মাসুম ভূঁইয়ার অনুদান

লক্ষ্মীপুর পৌরসভার ৮টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

রবিবার রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন।

 

প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া শ্যাম সুন্দর জিউর আখড়া, পৌর মহা শ্মশান, কালি বাড়ি মন্দিরসহ কয়েকটি মন্দিরের উন্নয়ন কাজের জন্য বরাদ্দের আশ্বাস দেন মেয়র।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, উত্তম দত্ত, আল আমিন ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসূফ পাটোয়ারী, যুবলীগ নেতা ইউনুস হাওলাদার রুপম প্রমুখ।

আরও পড়ুন