মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সেখানে তারা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সদস্যদের কাছ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নেন। এ ছাড়া চিকিৎসার জন্য কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়েও তারা কথা বলেছেন।