রামগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় মোঃ নাঈম হোসেন (২২) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় উপজেলার কাটাখালি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। নিহত নাঈম হোসেন পৌর সোনাপুর গ্রামের মালের বাড়ীর মৃত জয়নাল আবেদীনের ছেলে।
নিহত নাঈমের মেঝ ভাই মোঃ জুয়েল জানান, প্রতিদিনকার মতো আজ শনিবার ভোরে আমার ভাই নাঈম জীবিকার সন্ধানে ভাড়ায় চালিত সিএনজি অটোরিক্সা নিয়ে বের হয়।
সকাল ১১টায় আমরা রামগঞ্জ শহরের নির্মাণ সামগ্রী বিক্রেতা কালু মিয়ার ট্রাক চাপায় তার মৃত্যুর খবর পাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় কাটাখালি নামক স্থানে যাত্রীর জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলো সিএনজি চালক নাঈম। এসময় হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজিসহ নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।