অবরোধে ঝুঁকি নেই, ভোটকেন্দ্রে থাকবে ৪ স্তরের নিরাপত্তা : এসপি লক্ষ্মীপুর

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেই লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শূন্যপদে উপনির্বাচনে ভোটগ্রহণে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮ টা থেকে এ আসনের ১টি পৌরসভা ও ১২ ইউনিয়নের ১১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। তবে ভোটগ্রহণে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ নিয়ে কোন ধরণের ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে ভোটকেন্দ্র ভিত্তিক ৪ স্তরের নিরাপত্তা থাকবে।

এতে পুলিশের পাশাপাশি কাজ করবে বিজিবি-র‌্যাব ও আনসার সদস্যরা। শনিবার (৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) একেএম আজিজুর রহমান মিয়া, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, উপনির্বাচনে ভোটকেন্দ্র ভিত্তিক পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্তসংখ্যক ফোর্স, মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় নজরদারিতে থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক বিজিবি-র‌্যাব ও আনসার মোতায়েন থাকবে।

 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ নির্বাচনে কোন ধরণের ঝুঁকি নেই। নিরাপত্তার ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। এদিকে দিনব্যাপী দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ১১৫টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। রোববার ভোর ৫ টা থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচনী এলাকায় ৬ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন র‌্যাব নিরাপত্তায় কাজ করবেন।

 

এছাড়া ৯৫০ জন পুলিশ সদস্য ও ১৪৯৫ জন আনসার সদস্য সার্বক্ষণিক ভোটকেন্দ্র এলাকায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এতে ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ১৬ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু (আওয়ামী লীগ), লাঙলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন (জাতীয় পার্টি), গোলাপ ফুলের প্রার্থী শামছুল করিম খোকন (জাকের পার্টি) ও আম প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ (এনপিপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রসঙ্গ, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। এতে ৪ অক্টোবর আসনটি শূন্যসহ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন