রামগঞ্জ সংবাদদাতা: দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (৫ নভেম্বর) সকালে রামগঞ্জ হাজীগঞ্জ হাইওয়ে সড়কের সোনাপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবরোধ ও বিক্ষোভ মিছিলে যোগদেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, আলাউদ্দিন বেগ, জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, যুবদল নেতা জামাল পাটোয়ারী, আব্দুল আজিজ মজুমদার, আব্দুল মন্নান, হারুনুর রশীদ, জাকির হোসেন, হুমায়ন, শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দামসহ উপজেলা পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।