লক্ষ্মীপুরে আইনজীবীদের অশোভনীয় আচরণে আদালত সংশ্লিষ্ট সংবাদ বর্জন

লক্ষ্মীপুরে আইনজীবীদের অশোভনীয় আচরণের ঘটনায় গণমাধ্যম কর্মীরা আদালতের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সংবাদ বর্জনের জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।

 

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আদালতের ম্যাজিষ্ট্রেট নুসরাত জামান সঙ্গে আইনজীবীদের সমস্যা সৃষ্টি হয়। এতে তারা নুসরাত জামানের আদালত বর্জন করেন। এ ঘটনায় বুধবার ১১ টার দিকে পূর্ব নির্ধারিত সাধারণ সভায় আইনজীবীরা যোগ দেন। ঘটনাগুলো নিয়ে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম কর্মীদেরকে কয়েকজন আইনজীবী জানান।

 

এদিকে ১১ টা ৫০ মিনিটে বাংলা টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, ঢাকামেইলের প্রতিনিধি রুবেল ও ঢাকাপোস্টের প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল আইনজীবী সমিতিতে যায়। ঘটনা সংশ্লিষ্ট আইনজীবী আবদুর রহিম রাজু সভার ভিডিও করতে বলে। এরপরও সাংবাদিক রাফি অনুমতির জন্য লক্ষ্মীপর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী জসিম উদ্দিনকে মোবাইলফোনে কল করে অনুমতি চান। সবশেষ আইনজীবী জসিমের অনুমতি নিয়েই রাফি মোবাইলফোনে সভার ভিডিও করছিলেন। এসময় কয়েকজন আইনজীব তার সঙ্গে অশোভনীয় আচরণ করেন। একপর্যায়ে তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি দেখতে পেয়ে পিপি জসিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একইসঙ্গে মোবাইলটিও ফিরিয়ে দেন।

 

আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন সবুজ ও আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, সাংবাদিকদেরকে আইনজীবীরা হয়তো চিনতে পারেননি। এজন্য ঘটনাটি ঘটেছে।

 

এ বিষয়ে পিপি জসিম উদ্দিন বলেন, আইনজীবীরা বুঝতে পারেননি। এজন্য অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, ঘটনাটি দুঃখজনক। এনিয়ে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে কথা বলবো।

 

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল বলেন, সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ ঠিক হয়নি। আদালতের সকল সংবাদ বর্জনের পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বারান্দায় আসামিদেরকে নিয়ে যাওয়ার সময় ছবি ধারণ করতে গেলে এক সংবাদ কর্মীকে ধাক্কাসহ খারাপ আচরণ করে আসামির আইনজীবী।

আরও পড়ুন