লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুজ জাহের সাজু। তিনি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়াও আব্দুজ জাহের সাজু আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, রামগতি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য ছিলেন।
রামগতি-কমলনগরের দরিদ্র অসহায় ও মসজিদ মাদ্রাসায় অনুদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন আব্দুজ জাহের সাজু। দীর্ঘদিন তিনি নদী ভাঙা মানুষের জন্য কাজ করেছেন। আওয়ামী লীগের আদর্শ ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে এ অঞ্চলের মানুষে ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি।
জানতে চাইলে আব্দুজ জাহের সাজু বলেন, আমি দলের জন্য শ্রম দিয়ে আসছি। এ আসনে আওয়ামীলীগের ভোট বাড়াতে জনগনের কাছে গিয়েছি। তাদেরকে আপন করে নিয়েছি। সবসময় অসহায়দেরকে সহযোগীতা করে আসছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের শ্রম মূল্যায়ন করে এ আসনের দলীয় মনোনয়ন দিবেন বলে আব্দুজ জাহের সাজুর প্রত্যাশা।