লক্ষ্মীপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তারের (ট্রাক প্রতীক) কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ভয়-ভীতি প্রদর্শন, প্রচার প্রচারণা বাধাসহ, হামলা ও মামলা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রর্তীকের প্রার্থী গোলা ফারুক পিংকুর সমর্থকদের বিরুদ্ধে।০৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সন্ধায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই সব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার। এসময় তিনি আরও বলেন, শত বাধা বিপত্তি, প্রচার প্রচারণা বাধা ও নেতাকর্মীদের হামলা করার পরও নির্বাচনী প্রচারণা যথাযথ ভাবে নিয়ম মেনে করে যাচ্ছি।
আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ৭ জানুয়ারী উৎসবমুখর পরিবেশ বজায় রেখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

আরও পড়ুন