র‌্যাবের অভিযানে আরও ১৪ জন গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (২৮ জুলাই) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব।র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা থেকে ৬ জন ও ঢাকার বাইরে থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। জানা গেছে, চলমান অভিযানে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্রশিবিরসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা ও গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

আরও পড়ুন