maramare

ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের ৪কর্মী আহত

মোংলা(বাগেরহাট):মোংলায় ফের ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের ৪কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত রাতে ঈগল প্রতীকের কর্মীদের হামলায় ৮নৌকা প্রতীকের কর্মী আহন হন।থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের শ্রমকল্যাণ সড়ক এলাকায় ঈগল প্রতীকের কর্মী মোঃ সাকিলসহ৫/৬সংঘবদ্ধ হয়ে নৌকা প্রতীকের কর্মী আঃ সালাম মোল্লা, শিউলি, কুলসুম ও ফারুক বয়াতীর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার মারপিটে নৌকার এই ৪কর্মী গুরুতর আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দুপুরেই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাকে ঘিরে পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে গত রাতে উপজেলার সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়নে ঈগল প্রতীকের কর্মীদের হামলায় রক্তাক্ত জখম হন নৌকা প্রতীকের ৮নেতা-কর্মী।

আরও পড়ুন