সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)র গুলিতে এক বাংলাদেশী গরু পারাপারকারী নিহত হয়েছে । বুধবার ভোর রাতে উপজেলার  লোহাকুচি  সীমান্তের ৯১৯নং সীমানা পিলার সংলগ্ন  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম  উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীন এর ছেলে।

বিজিবি ও এলাকাবাসী  সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫জনের বাংলাদেশী গরু পারাপারকারী একটি দল জেলার কালীগঞ্জ উপজেলার ওই লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থালেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার লাশ নিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল একালার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।সীমান্ত গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের ঘটনা ও লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে লালমনিরহাট ১৫বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন