হবিগঞ্জ প্রতিনিধি :ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় রবিউল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।এ ঘটনায় ট্রাকের চালক, হেলপারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আজ সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানার নিকট রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় ট্রাক চালক, হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।