গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপির ২৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান।এর আগে বুধবার টঙ্গী পূর্ব থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।পুলিশ জানায়, আসামিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারে নাশকতা চালানোর জন্য মঙ্গলবার বিকালে টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুটি ইটের টুকরোসহ তাৎক্ষণিকভাবে সাত জনকে আটক করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন,মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। মামলায় বিশেষ ক্ষমতা আইনে আটক সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার গাজীপুর মহানগর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।