প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় মুশফিকুর রহমান নামে এক ছাত্র আহত হয়েছেন।
১৭ জুলাই (বুধবার) রাতে কাজির দিঘির পাড় বাজারে এই হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত মুশফিকুর রহমানকে।স্থানীয় এলাকাবাসী জানান, মেহেদী হাসান জয় ও আফসা এর সাথে কিশোর গ্যাংয়ের সদস্য আছে। তারা সবাই একই সাথে চলাফেরা করে থাকে, কারো সাথে কথা কাটাকাটি হলেই সবাই এক হয়ে হামলা করে।
গত কয়েক দিন আগে মেহেদী হাসান জয় একটি মেয়ের সাথে কথা বলার সময় অন্য কেউ তাহাদের ছবি তুলে মেয়ের শিক্ষকের কাছে দেয়া’কে কেন্দ্র করে হামলার ঘটেছে। পরে ওই এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা মেহেদী হাসান জয় ও তার সহযোগী আফসা এর নেতৃত্বে ১০-১২ জন সদস্য মুশফিকুর রহমানের গতিরোধ করে তার ওপর হামলা করে।
এছাড়াও আহত মুশফিকুর রহমানকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দেরকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও চৌধুরী বাজার রেনু মিয়া পাটওয়ারী বাড়ীতে মুশফিকুর রহমানেরকে দ্বিতীয় দফায় হামলা চালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসির চিৎকার শুনে তারা পালিয়ে যায়।
হামলার ঘটনায় আহত মুশফিকুর রহমানের মা ঝন্না আক্তার বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে অজ্ঞাত ১০/১২ জনের নামে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।