প্রতিনিধি দিনাজপুর:দিনাজপুরে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জের কে কেন্দ্র করে ছোটভাইকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন বড়ভাই।বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে দিনাজপুর পৌর শহরের পৌর পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার রাসেল রেজা বাবু (২৪) দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর ছেলে।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহত ভিকটিম রাসেল রেজা বাবুর সাথে তার আপন বড় ভাই মো. মাসুদ রানার বাড়ি-ভিটাসহ জায়গা-জমি নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই মাসুদ রানা, তার স্ত্রী মোছা. রিমা বেগম ও ছেলে মো. ফারহান আলী রনক কুড়াল দিয়ে রাসেল রেজার মাথায় ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে আইসিইউ(ইনটেনসিভ কেয়ার ইউনিট) এ ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় রাসেল রেজাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তবে নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের খালা আখতারা বেগম জানান, হত্যাকারী মাসুদ রানা মাদকআসক্ত ছিল সে সবসময় তার বাবা-মাকে টাকা-পয়সার জন্য চাপ দিত। তার স্ত্রী সবসময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হতো। ঘটনার দিন আজ(বুধবার) সকালে ঝগড়ার এক পর্যায়ে তার ছোটভাই রাসেল রেজাকে কুড়াল দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক জখম করে। শেষ পর্যন্ত ভাইটাকে মেরে ফেলল।
নিহতের মামা আল আমিন জানান, তার বড় ভাগিনা হত্যাকারী মাসুদ রানা নেশা করত। সবসময় তার বাবা মা কে টাকার ও সম্পত্তি ভাগের জন্য চাপ দিত। টাকা না দিলে বাড়ীর জিনিষ পএ ভাংগা ভাংগী করত। শেষ পর্যন্ত ছোটভাইকে মেরেই ফেলেন। এঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি দাবী করেন তিনি।