ভাসানচর থেকে উখিয়ার পথে ৬৭২ জন রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে ৬৭২ জন রোহিঙ্গা রওনা হয়েছে।

 

রবিবার (২২ অক্টোবর) ভোরে ‘গো অ্যান্ড সি’ ভ্রমণের আওতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে রোহিঙ্গারা দুটি নেভি এলসিইউ জাহাজে করে চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশে রওনা হয়। তারা সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছায়। সেখান থেকে ১৩টি বাস ও একটি কাভার্ড ভ্যানে করে রোহিঙ্গারা উখিয়া ক্যাম্পের উদ্দেশে যাত্রা করে।

 

ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিট। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে অস্থায়ীভাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ভাসানচরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

আরও পড়ুন