প্রতিনিধি : লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনের মোট ৪৭৭টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে জেলার ৪টি আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীপুর-৪ আসনের দ্বীপ চরাঞ্চল চরআবদুল্লাহ ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে আজ বিকেলে। এছাড়া অন্য সব আসনের ব্যালট পেপার যাবে আগামীকাল সকাল বেলায়।এই চারটি সংসদীয় আসনে মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৫শ ৭১। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৭৭ হাজার ১শ ৮৮ ও নারী ৭ লাখ ২৬ হাজার ৩শ ৮৩জন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে চারটি সংসদীয় আসনে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্ট্রাকিং ফোর্স হিসেবে ১ রেজি:মেন্ট সেনাবাহিনী, ১৩ প্লাটুন বিজিবি, ৮টি টহল র্যাব, ১ হাজার ৪শ ২জন পুলিশ ও ৬টি প্লাটুন আনসার নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। এ দিকে নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় নিয়মিত টহল দিবে সেনাবাহিনী। ৭ জানুয়ারী ভোটগ্রহনের তিনদিন পর পর্যন্ত মাঠে থাকবে তারা। ৪৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪শ ১২টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে দাবী করেছে প্রার্থীরা।
রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলছেন, ৪শ ৭৭টি কেন্দ্রের মধ্যে ৪শ ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করে কাজ করছি। নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিগ্নে যেন কেন্দ্রে এসে পছন্দ্রের প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।