লক্ষ্মীপুরে নৌকার পোষ্টার-প্রতিকৃতিতে আগুন দেওয়ার অভিযোগ

প্রতিনিধি: শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে নৌকার প্রতিকৃতি ও পোষ্টার-ব্যানার পেস্টুনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল ৭ জানুয়ারী। বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। এসময় নৌকার ব্যানার-পেস্টুন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়৷ হাজী মার্কেটের সামনে কাপড় দিয়ে বানানো নৌকা প্রতীকের ঝুলন্ত প্রতিকৃতি নামিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল এলাকায় নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর জনপ্রিয়তা বেশি। ভোটের পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটিয়েছে।

আরও পড়ুন