লক্ষ্মীপুরে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষদের নিয়ে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ ৩১ জানুয়ারী (বুধবার) দিনব্যাপি বেসরকারী এনজিও আশার আয়োজনে শহরের বেসরকারী একটি এনজিও সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,সহকারী মৎস্য কর্মকর্তা (রামগঞ্জ) আবুল কাসেম,এনজিও আশার জেলা ম্যানেজার মো: জহিরুল ইসলাম মোল্লা,সিনিয়র শাখা ব্যবস্থাপক (সদর-১) মো: জমির উদ্দিন প্রমুখ। এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মাছ চাষ, পুকুর তৈরি, সুষম খাবার ব্যবহার, পরিচর্যা, রোগে আক্রান্ত হলে করণীয়, ভালো মাছের পোনা নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ধারণা দেন প্রশিক্ষকবৃন্দ। এসময় মৎস্য চার্ষীরা তাদের বক্তব্যে বলেন এই প্রশিক্ষণ পেয়ে তারা আর্থিক ভাবে লাভবান হবেন এবং এনজিও আশা করে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় ধন্যবাদ জানান।

আরও পড়ুন