ভিক্ষা নয়, থানকুনি পাতা বিক্রি করে চলে বৃদ্ধ মোস্তফা মুন্সির পরিবার

প্রতিনিধি: জীবিকার তাগিদে ভিক্ষা নয়, থানকুনি পাতাসহ নানাবিধ শাক সবজি বিক্রি করে চলে বৃদ্ধ মোস্তফা মুন্সি (৭৫) মপা ৫ সদস্য পরিবার।
তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগ আলী বাড়ির মৃত মনির আহমেদের ছেলে। এক সময়ে তিনি গাছকাটা শ্রমিকের কাজ করলেও এখন শরীরে শক্তি না থাকায় তিনি আর গাছ কাটতে পারেন না। পরিবারে স্ত্রী এক বিধবা কন্যাসহ দুই কন্যা ও এক নাতনি তার আয়ের উপর ভরণ পোষণ করেন।
লক্ষ্মীপুর জজ কোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে মুুন্সি পলিথিনের ছোট ছোট প্যাকেট করে থানকুনি পাতা, কচুর লতি, কালাকাইচ্চার শাক, ঢেঁকিশাকসহ নানান জাতের শাক ও সবজি ফেরী করে বিক্রি করেন।
মোস্তফা মুন্সি বলেন, বাড়ির পাশে এক টুকরো জমিতে তিনি থানকুনি পাতার চাষ করছেন, সেখান থেকে এবং অন্যন্য স্থান থেকে তিনি পাতা সংগ্রহ করে লক্ষ্মীপুর ও মাইজদী শহরে বিক্রি করেন। প্রতিদিন গড়ে ৮০০-১০০০ টাকার শাক বিক্রি করতে পারেন বলে জানান।পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলেটি ইটভাটা ও কৃষি শ্রমিকের কাজ করে বলে তাকে সহযোগিতা করতে পারেন না।

আরও পড়ুন