প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে মো: আইমান নামের ঊনিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ৩নং চরপোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: আলাউদ্দিন বাবলু’র ছেলে আইমান খেলতে গিয়ে পরিবারের আগোচরে পানিতে পড়ে যায়। শনিবার সকালে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। সকাল সাড়ে ১০টার সময় বাড়ির পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।আইমানের বাবা আলাউদ্দিন বাবলু উপজেলার আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক। মা রোকেয়া বেগম পেন্সি চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। এছাড়াও বাবা আলাউদ্দিন বাবলু আগামী ৮মে অনুষ্ঠিতব্য রামগতি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।