মোংলায় ১৫ কেজি গাঁজাসহ আটক নারী

মোংলা (বাগেরহাট):মোংলার কাপালীরমেট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ এক নারী মাদককারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ফাতেমা খাতুন (৩০) মোংলার কাপালীরমেঠ এলাকার মো. বেল্লাল হকের স্ত্রী।শনিবার (৬ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ কাপালীরমেট এলাকার বেল্লাল হকের রান্না ঘরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ফাতেমা খাতুনকে আটক করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেমার স্বামী মো. বেল্লাল হক পালিয়ে যায়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে মোংলার দিগরাজ কাপালীরমেট এলাকায় অভিযান চালিয়ে মো. বেল্লাল হক এর রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজাসহ তার স্ত্রী ফাতেমা খাতুনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার স্বামী মো. বেল্লাল হক পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।

আরও পড়ুন