রামগতিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ২

প্রতিনিথি : লক্ষ্মীপুরের রামগতিতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো: শিপন (১৯) এবং একই এলাকার আবুল কাশেম এর ছেলে মো: মানিক উরফে শুভ (১৮)।শিক্ষার্থীর বাবা ও মামলা সূত্রে জানা যায়, গত ২১এপ্রিল (রোববার) বিকেলে মোবাইল ফোনে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মো: শিপন ওই স্কুল ছাত্রীকে মেঘনা নদীর পাড়ে দেখা করতে নিয়ে আসে। এরপর ওই ছাত্রীকে ফুসলিয়ে ব্যাটারিচালিত রিকসা করে চর পোড়াগাছা ৮নং ওয়ার্ডের প্রফেসর আজাদের পরিত্যাক্ত বাড়ির পাশে নিয়ে বিবাহের আশ^াসে রাত পর্যন্ত বসিয়ে রাখে। রাত সাড়ে এগারোটার সময় পরিত্যাক্ত বাড়ির পাশে সয়াবিন ক্ষেতে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহায়তা করেন মানিক উরফে শুভ। ঘটনা টের পেয়ে স্থানীয় জনতা উপস্থিত হলে পালিয়ে ধর্ষক শিপন ও তার সহকারি কে আটক করে। পরে এলাকাবাসী ৯৯৯-এ কল করলে রামগতি থানার এএসআই আবুল কাশেম এবং কামাল উদ্দিনের নেতৃত্বে একটি ফোর্স ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। আটককৃত দুজনের নাম উল্লেখ করে ছাত্রীর বাবা রামগতি থানায় একটি ধর্ষন মামলায় করেন। যার নং- ১৪, ২১ এপ্রিল ২০২৪।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ৯৯৯ নাইনে কল দেওয়ার পর রাতেই ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের জবানবন্দীতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুন