প্রতিনিধিঃলক্ষ্মীপুরের রায়পুরে সৈয়দা আয়েশা (১৩) নামের এক (আফ্রিকান নাগরিক) কিশোরী নিখোঁজ হয়েছে। সে পৌরসভার দেনায়েতপুর এলাকার ফুফুর বাড়ী থেকে কেরোয়া গ্রামে দাদার বাড়ীতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে । নিখোঁজ আয়েশা কেরোয়া গ্রামের বাসিন্দা আফ্রিকান নাগরিক সৈয়দ হাবিবুর রহমান ও সৈয়দা হাবিবার মেয়ে বলে জানিয়েছে পুলিশ।রোববার দুপুরে (২২ এপ্রিল) রায়পুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড দেনায়েতপুর গ্রামের ফুফুর বাড়ী থেকে রায়পুরে আসার পথে রাস্তায় নিখোঁজ হয়েছেন জানিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে চাচা জিল্লুর রহমান রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।রায়পুর থানার উপপরিদর্শক মোঃ সফিক মিয়া বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। তবে রোববার থানায় এসে মেয়েটির চাচা জিল্লুর রহমান নিখোঁজ হয়েছে মর্মে সাধারন ডায়রী করেছেন।’সকল থানা ম্যাসেজ পাঠানো হয়।
নিখোঁজ কিশোরী চাচা জিল্লুর রহমান বলেন, ‘আমার ভাতিজি সৈয়দা আয়েশা দক্ষিন আফ্রিকার নাগরীক। প্রায় তিন মাস আগে আয়েশা তার বাবার সাথে গ্রামের বাড়ীতে আসে এবং স্থানীয় দাখিল মাদ্রাসায় ভর্তি করা হয়। শুক্রবার সে পৌরসভার দেনায়েতপুর গ্রামে তার ফুফুর বাড়ীতে বেড়াতে গিয়েছিল। রোববার বিকালে আমাদের বাড়ীতে কেরোয়া গ্রামে যায়নি। খোঁজ না পেয়ে থানায় জিডি করেছি, যার নাম্বার-১২২৭,২২/০৪/০২৪।
নিখোঁজ কিশোরী সৈয়দা আয়েশা ইংরেজিতে কথা বলেন, অবিবাহিত, শ্যাম বর্ণের, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার চুলগুলো আফ্রিকার নাগরীগদের মত।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন জানান, ‘এটি আসলে অপরহণ নাকি অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ।