প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ০৬ মে (সোমবার) সকালে লক্ষ্মীপুর সরকারী কলেজে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার।
পরে কলেজ মিলনায়তনে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো: মোজাহারুল হক।আলোচনা শুরু পূর্বে অতিথিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ষ্টল গুলো পরিদর্শন করেন। ৭ মে এই মেলা শেষ হবে।