লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামের নলডগী গ্রামে সয়াবিন ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. মোস্তফা মিয়া (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা মিয়া ওই এলাকার মৃত সুজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক মোস্তফা মিয়া বাড়ির পাশের সয়াবিন ক্ষেতে কাজ করতে যান। কাজের ফাঁকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ক্ষেতের মধ্যেই মারা যান তিনি।
কুশাখালী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক জানান, বজ্রপাতে মোস্তফা মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা পুলিশ কে জানানো হয়েছে। পরিবারের লোকজন প্রশাসনের অনুমতি দিয়ে মরদেহ দাফনের প্রস্ততি নিচ্ছে।