রায়পুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর শহর, বাবুরহাট ও বাসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার জরিমানা আদায় করা হয়েছে। ১৪ মে (মঙ্গলবার) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।এ ব্যাপারে সহকারী পরিচালক নুর হোসেন সাংবাদিকদের জানান, ঔষধের মূল্য মুছে অধিক দামে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ, এম আর পি ছাড়া পণ্য বিক্রিরসহ বিভিন্ন অভিযোগে ভাই ভাই ফার্মেসিকে ১০,০০০, ইসলামিয়া ফার্মেসিকে ১০,০০০, মা মনি লাইব্রেরি এন্ড ভ্যারাইটিজ স্টোরকে ৫,০০০, নিউ লাইফ ফার্মেসিকে ৫,০০০/- এবং পপুলার ফার্মেসীকে ৫,০০০ সহ মোট ৫ প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে রায়পুর থানা পুলিশ টিম সহযোগীতা করেন। ভোক্তাদের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন