লক্ষ্মীপুরে মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয় প্রশিক্ষণ

প্রতিনিধি: সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর সহযোগীতায় ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ সমাপনী ২৬ মে (রোববার) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি বেসরকারী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান, মেরিন ফিশারিজ অফিসার আবদুর রহিম প্রমুখ। ২ দিনের এই প্রশিক্ষণে ২৫ মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান জানান, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর সহযোগীতায় ১০ ব্যাচের ২৫ জন করে মোট ২৫০ জন মৎস্যজীবীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন