প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রোববার (২৬ মে) আঘাত আনতে পারে। রেমালের প্রভাবে ৫ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ বুলেটিনে লক্ষ্মীপুর জেলায় ৬ নং মহাবিপদ সংকেট জারি করার পর ২৫ মে (শনিবার) রাতে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার আয়োজন করা হয়।রাত দশটায় আয়োজিত সভায় সভাপতিত্বে করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জেলায় ১৮৯ টি আশ্রয় কেন্দ্র,৪৫৬৪ জন সেচ্ছাসেবক, ৬৪ টি মেডিকেল টিম প্রস্তত এবং ৪০০ মে:টন চাউল ও নগদ ১৯ লাখ ২০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে। এ ছাড়াও স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট প্রস্তত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আলাদা আলাদা সভা ও সকল প্রস্ততি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া, ফায়ার সার্ভিসের উপসহকারী প্রকৌশলী আবদুল মন্নান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার প্রমুখ।
বৈরী আবহাওয়ার কারণে এরইমধ্যে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।